বেছে বেছে ইউরোপীয়ো নাগরিকদের টার্গেট, সল্টলেক থেকে গ্রেফতার ৭

 পুলিশ সূত্রে খবর, বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা

0
53
7 arrest

সল্টলেকঃ ফের ভুয়ো কল সেন্টারের হদিশ সল্টলেক সেক্টর ফাইভে। বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার (Arrest) ৭। উদ্ধার নগদ ৫৩ হাজার টাকা, ২৬ টি কম্পিউটার, ৯টি স্মার্ট ফোন সহ বেশ কিছু নথি।

আরও পড়ুন :রামনবমীর মিছিলে দাপিয়ে বেড়িয়ে ছিলেন পিস্তল হাতে, গ্রেফতারির পর কী জানালেন ‘বেপরোয়া’ সুমিত

- Advertisement -

বিদেশি নাগরিকরাই ছিল মূল টার্গেট। বেলজিয়াম সহ ইউরোপের অন্যান্য প্রান্তের মানুষদের ব্র্যান্ডেড মাইক্রোসফট ও ফেক টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে চলত প্রতারণা। অভিযোগ ফিনহিত টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে একটি ভুয়ো কোম্পানি খুলে নিজেদের কারবার চালিয়ে যাচ্ছিলেন প্রতারকরা। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দেয়। পুলিশের আকস্মিক হানায় গ্রেফতার হন রাজ জওয়শলাল নামে এক ব্যক্তি। আটক করা হয় আরও ৬ জনকে।

আরও পড়ুনঃTwitter: নীল পাখি গায়েব, টুইটারের নয়া লোগো নিয়ে হাজির ইলন মাস্ক

আরও পড়ুনঃ  দেশের নীতি সংস্কার সহ শাসন ব্যবস্থায় উন্নতি করতে ভারতের সাহায্য চাইলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

জিজ্ঞাসাবাদের শেষে উঠে আসে নেপথ্যের কাহিনী। কী ভাবে হাতানো হত টাকা? জানা গিয়েছে বিভিন্ন পেমেন্ট গেট ওয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হত। কোম্পানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবশেষে ওই ৭ জনকে গ্রেফতার (Arrest)  করা হয়। সম্প্রতি আরও একটি প্রতারণার চক্রের অভিযোগ উঠে আসে। ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতে বসেছিল জালিয়াতরা। ভুয়ো কল সেন্টার খুলে জালিয়াতির কারবার রমরমিয়ে চলছিল। কম সুদে ঋণের প্রস্তাব দিয়ে মোটা টাকার বিমা করিয়ে টাকা লুট করত বলে অভিযোগ। সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে পুলিশ। লেকটাউন থানার পুলিশ এলাকার একটি বহুতলের তিনতলে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করে। এর মধ্যে দুজন ছিলেন তরুণী।